শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বড়াইগ্রামে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তাদাতা সংগঠন ‘রক্ত বীরের বন্ধন’ এর উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং রক্তদাতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার আটঘরিয়া সুইসগেট এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে আশেপাশের প্রায় ৫টি গ্রামের শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন রক্ত বীরের বন্ধনের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক রাকিবুল ইসলাম, রক্তদানে আমাদের বনপাড়া’র সভাপতি সজিব হাসান ও সম্পাদক শরিফুল ইসলাম, রক্ত বীরের বন্ধনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন সবুজ, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম দোয়েল, সহ-কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক সোহান সরকার, ইউনিট প্রতিনিধি কামরুল ইসলাম, তামিম আরিফ, সাব্বির, শাকিব, ইমন ও তীর্থসহ বিভিন্ন ইউনিট প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …