নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিনামূল্যে গবাদী পশুর অ্যানথ্রাক্স ও পিপিআর রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। উপজেলার জোনাইল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আব্দুল মজিদ কাজী মাজেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার সকালে কুশমাইল সংগ্রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু মিয়া উপস্থিত ছিলেন।
পরে ভরট মৎস্যজীবি পাড়া ও কুশমাইল পশ্চিমপাড়ায় একই ভাবে টিকা প্রদান করা হয়।
এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে প্রাণী পল্লী চিকিৎসক সঞ্চয় সমিতির সভাপতি সরওয়ার হোসেন, প্রাণী পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ, ইবাদুল ইসলাম, আজিজুল হক আয়নাল ও রুবেল হোসেন গবাদী পশুদের এসব টিকা দেন।
এ সময় মোট তিন’শ ছাগলকে পিপিআর ও একশ ১০টি গরুকে অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক টিকা দেয়া হয়।