নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে শাহানা খাতুন (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আজগর আলী বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল চারটার দিকে উপজেলার নগর ইউনিয়নের পার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত আজগর আলী পার গোপালপুর গ্রামের আলী চাঁদের ছেলে।
নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, বুধবার বিকালে আজগর আলী নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে স্ত্রী শাহানা খাতুন ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত আজগর আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …