নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কর্মহীন হতদরিদ্র মৎস্যজীবিদের মাঝে বিকল্প আভ বর্ধক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়াইগ্রাম মৎস্য বীজ উৎপাদন খামারে বিকল্প উপকরণ হিসেবে ছাগল, সেলাই মেশিন ও ভ্যানগাড়ী বিতরণ করা হয়।
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মৎস্য ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …