নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে আধুনিক বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌখাড়া টিএম ইলেক্ট্রনিক্সের সৌজন্যে বায়োফ্লোক এ টু জেডের আয়োজনে এ কর্মশালায় ১০টি জেলার মোট ৭০ জন মৎস্য চাষী অংশ নেন।
বৃহস্পতিবার মৌখাড়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মৎস্যচাষী জামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সফল মৎস্য চাষী টি.এম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মফিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠণিক সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসানুল বান্না উজ্জল, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম এবং একুশের সকাল ডট কম সম্পাদক আব্দুল আওয়াল মন্ডল উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচকরা এ পদ্ধতির সুফল ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি মৎস্য চাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বায়োফ্লোক পদ্ধতিতে সফল মৎস্য চাষী টি.এম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মফিদুল ইসলাম বলেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে স্বল্প ম‚লধন বিনিয়োগ করে উদ্যোক্তারা এ পদ্ধতিতে লাভবান হতে পারেন। খুব কম জায়গায় এ আধুনিক পদ্ধতি প্রয়োগে মৎস্য চাষ করা সম্ভব। তিনি আগ্রহী উদ্যোক্তাদের সর্বাত্মক সহোযোগিতা প্রদানের আশা ব্যক্ত করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …