নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
পরিবহন মালিক-শ্রমিকদের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের প্রথম দিন শুক্রবারে নাটোরের বড়াইগ্রাম উপজেলাধীন ৬০ কিলোমিটার হাইওয়ে সড়ক ছিলো অনেকটাই ফাঁকা।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের ফলে উপজেলার নাটোর-পাবনা ও নাটোর-ঢাকা মহাসড়কে কোন যাত্রীবাহি বাস চলতে দেখা যায়নি। তবে যাত্রীরা পণ্যবাহি ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার যোগে দূর গন্তব্যে পোঁছানোর জন্য চড়া ভাড়া দিয়ে যেতে দেখা গেছে। বাস স্ট্যান্ডে যাত্রীর উপস্থিতির তুলনায় গন্তব্যে যাওয়ার ব্যবস্থা অপ্রতুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক যাত্রী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নিজ বাড়িতে ফিরে গেছেন।
বাস মালিক সমিতির বড়াইগ্রাম শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা জানান, ধর্মঘটে এই অঞ্চলের মহাসড়কে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …