রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বাবার সম্পতির থেকে মেয়েদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে বাবার সম্পতির থেকে মেয়েদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বাবার সম্পতির থেকে মেয়েদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার নগর ইউনিয়নের কুরশাইট গ্রামে এঘটনা ঘটে। শুক্রবার রাহেলা বেগম বাদি হয়ে চার সহদর ভাইকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার কুরশাইট গ্রামের ওয়াজেদ মালিথা (৭৫) ব্যাক্তির বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য। তিনি চলাফেরা ও কথা বলতে পারেন না। তার চার ছেলে ও তিন মেয়ে। বৃহস্পতিবার ওয়াজেদ মালিথার ছেলে মহিনুর (৪৬) মোতলেব (৪২) মোতালেব (৩৮) ও মোহাজ্জাহান মালিথা (৩৫) তাকে (ওয়াজেদ মালিথাকে) হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে বড়াইগ্রাম সাব-রেজিষ্টি অফিসি জমি লিখে নেওয়ার জন্য যায়। সেখানে জমির রেজিষ্টারী কার্যক্রম চলা অবস্থায় তার দুই মেয়ে কাজলী খাতুন ও রাহেলা বেগম বাধাঁ দেয়। তারা জমি লিখে নিতে ব্যার্থ হয়ে কাজলী খাতুন ও রাহেলা বেগমকে মেরে ফেলার হুমকি দেয়।

রাহেলা বেগম বলেন, আবার বাবার সম্পত্তিত্বে থেকে আমারদের বিতারিত করার চেষ্টা করা হচ্ছে। মহিনুর মালিথা বলেন, আমরা সব ভাইবোন পরামর্শ করে দলিল তৈরীর করা হচ্ছিল। আমার দুই বোন না বুঝে বাধাঁ দিয়েছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ

সম্পাদক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী এনায়েত করিমরাঙ্গাকে নাটোরের সিংড়া …