রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে বাবার প্রতি অভিমানে ছেলের আত্মহত্যা

বড়াইগ্রামে বাবার প্রতি অভিমানে ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে চাকরীর তদ্বিরের জন্য এক লাখ টাকা না দেয়ায় বাবার প্রতি অভিমানে আলমগীর হোসেন বাবু (২২) নামে এক কলেজ ছাত্র বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। বুধবার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহত আলমগীর হোসেন উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামের আবুল হোসেনের ছেলে। সে গুরুদাসপুর বিল চলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, কয়েক দিন ধরে বাবু একটি চাকরীর চেষ্টা করছিল। এ জন্য সে তার পিতার কাছে এক লাখ টাকা চায়। কিন্তু তার পিতা চাকরী হওয়ার আগে টাকা দিতে রাজি হননি। এতে ক্ষোভে অভিমানে মঙ্গলবার সন্ধ্যায় সে সবার অগোচরে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …