নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম
বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠণের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোরম ডিসপ্লে¬ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া কলি, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও কৃষি প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর) নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর …