রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বড়াইগ্রামে বনায়নের উদ্যোগে ৮০০ তালের চারা রোপণ

বড়াইগ্রামে বনায়নের উদ্যোগে ৮০০ তালের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের দুই পাশে ৮০০ তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গড়মাটিতে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বনায়ন প্রকল্পের আওতায় গড়মাটি-নওদাপাড়া গ্রামীণ সড়কের দুই পাশে এই চারা রোপণ করা হচ্ছে। যা বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ হতে জন জীবনকে রক্ষা করতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, টোব্যাকো কোম্পানির এরিয়া ম্যানেজার কামাল হোসেন, লীফ অফিসার আরিফুর রহমান ও স্থানীয় সুধীজন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …