রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বড়াইগ্রামে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে জোয়াড়ী ইউপি চ্যাম্পিয়ন

বড়াইগ্রামে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে জোয়াড়ী ইউপি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বড়াইগ্রাম ক্রীড়া সংস্থাকে ৩-২ সেটে হারিয়ে জোয়াড়ী ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার খেলা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে একটি ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে একটি এলইডি টিভি তুলে দেন।

এ সময় ইউএনও জাহাঙ্গীর আলম, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আব্দুস সালাম খান, মমিন আলী, তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু ও আব্দুল আলিম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস এবং উভয় টিমের ম্যানেজার যথাক্রমে কেএম জামিল হোসেন ও ফেরদৌস উল আলম উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …