বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / খেলা / বড়াইগ্রামে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে জোয়াড়ী ইউপি চ্যাম্পিয়ন

বড়াইগ্রামে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে জোয়াড়ী ইউপি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বড়াইগ্রাম ক্রীড়া সংস্থাকে ৩-২ সেটে হারিয়ে জোয়াড়ী ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার খেলা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে একটি ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে একটি এলইডি টিভি তুলে দেন।

এ সময় ইউএনও জাহাঙ্গীর আলম, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আব্দুস সালাম খান, মমিন আলী, তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু ও আব্দুল আলিম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস এবং উভয় টিমের ম্যানেজার যথাক্রমে কেএম জামিল হোসেন ও ফেরদৌস উল আলম উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …