বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌর আওয়ালীগ ও সহযোগী সংগঠণের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়াইগ্রাম পৌরসভা চত্তরে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাসুদ রানা মান্নান, বড়াইগ্রাম পৌরসভার মেয়র আব্দুল বারেক সরদার, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও বড়াইগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত ও তাবারক বিরতণ করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …