রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বনপাড়ায় শহীদ ডা. আয়নুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জিন্নাহ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান জামিল হোসেন বক্তব্য রাখেন। পরে অতিথিরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন। প্রতিযোগিতায় বনপাড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …