নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাস-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোসা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও অন্যান্য সকল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান প্রমূখ। এছাড়া বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে স্থানীয় সকল এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শিশুদের মাঝে দুপুরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
দিবসটি উদযাপনে উপজেলা চত্বরে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …