নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদান সংগঠণ রক্তের বন্ধনে রামাগাড়ী’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে বনপাড়া জয়নব ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় রোগীদের চিকিৎসা সেবা দেন রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মার্টিন মিল্টন পেরেরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, জোয়াড়ী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক আব্দুল হালিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমাছ আলী শাহ, সাধারণ সম্পাদক ও জোয়াড়ী ইউপি সদস্য শরিফুল ইসলাম, রক্তের বন্ধনে রামাগাড়ী’র সভাপতি সাংবাদিক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রকিবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে আগত নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে চিকিৎসা প্রদানে সহযোগিতা করেছে বনপাড়া জয়নব ডায়াগনস্টিক সেন্টার। অক্লান্ত পরিশ্রম করেছেন স্বেচ্ছায় রক্তদান সংগঠণ রক্তের বন্ধনে রামাগাড়ী’র স্বেচ্ছাসেবক- আরাফাত ইসলাম সুজন, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম রাব্বি, দোয়েল, শাওন, সবুজ, রনি, হাসান, সোহান, তামিম, মাসুদ, আশিক, অমি, নয়নসহ অনেকে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রায় দুইশতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি ফারুক হোসেন জানান, প্রাণ বাঁচাতে এবং মানুষের কল্যাণে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। মানুষের জন্য কাজ করবে রক্তের বন্ধন রামাগাড়ী’র সকল নিবেদিত প্রাণ রক্ত যোদ্ধারা। সকলের নিকট রক্ত যোদ্ধাদের জন্য দোয়া ও সহযোগীতা কামনা করি।
আরও দেখুন
গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …