নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪০০ গ্রাম গাঁজা সহ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া ফাইভ স্টার হোটেলের সামনে থেকে যাত্রীবাহি বাসে তল্লাশী করে এই মাদকদ্রব্য উদ্ধার করে ও মাদক ব্যবসায়ী তিনকে আটক করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৪০ বোতল ফেনিসিডিল সহ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার তফিকুল ইসলাম (২৮) ও মনিরুল ইসলাম (২৭) কে আটক করা হয়। এছাড়া গাঁজা সহ একই জেলার চৌডালা এলাকার ফেলু মন্ডল (২৬)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …