নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় প্রাণ কোম্পানীর নকল বিস্কুট তৈরী ও বাজারজাত করার অভিযোগে আল জাহরা ফুড প্রোডাক্টের স্বত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান কন্ট্রাক্টরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত সিদ্দিকুর রহমান বনপাড়া মহল্লার মৃত রাজেন খানের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বনপাড়ার আল জাহরা ফুড প্রোডাক্ট কারখানায় কিছুদিন যাবৎ নকল বিস্কুট তৈরী করে প্রাণ কোম্পানীর ফুড ফান বিস্কুটের হুবহু মোড়ক ব্যবহার করে ফুড ফ্যান নামে বাজারজাত করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার ইউএনও জাহাঙ্গীর আলম সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …