শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ

বড়াইগ্রামে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন ভরতপুর মহল্লায় তালবীজ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সাংবাদিক মতিউর রহমান সুমনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালবীজ রোপণ উদ্বোধন শেষে মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, বজ্রপাতে প্রাণহানী রোধে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সকল রাস্তার পাশে তালবীজ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব তালবীজ রোপণ এবং বড় হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা হিসাবে সবাই নজর রাখবেন। আমরাও পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করবো। সবাই মিলেই পৌরসভা এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবো।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …