শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও ভ্যানচালকদের মাঝে চাল বিতরণ

বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও ভ্যানচালকদের মাঝে চাল বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫০৯ জন রিক্সা-ভ্যান চালকসহ মোট এক হাজার দুস্থ মানুষের মাঝে অনুদান হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে তাদের হাতে এসব চালের প্যাকেট তুলে দেন।

মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাবেক চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, প্যানেল মেয়র ফজলুল করিম ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আতোয়ার হোসেন লিটন, শ্রমিক লীগ নেতা রবিউল করিম ও যুবলীগ নেতা সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …