নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ঝন্টুকে লাঞ্ছনায় অভিযুক্ত ওয়াদুদ সরকারকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। এ সময় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের হাতে স্মারকলিপি তুলে দেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াছেক আলী সোনার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক মিজানুর রহমান ও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভ‚ট্টু, প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, ইসাহাক আলী, আব্দুল আউয়াল, শাহজাহান আলী, গোলাম কিবরিয়া মানিকসহ অন্যান্য উপজেলার ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও মারিয়াম খাতুন বলেন, এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে ওসিকে বলা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতারে বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আন্ত:স্কুল ফুটবল খেলা চলাকালে তুচ্ছ ঘটনায় চান্দাই গ্রামের ওয়াদুদ সরকার প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে জানা গেছে।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে প্রধান শিক্ষককে লাঞ্চনাকারীর বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …