নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ গৃহ পেলো ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার ভার্চুয়ালি দেশের ৪৯২টি উপজেলায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে মোট ৫৪টি গৃহের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
ইউএনও মারিয়াম খাতুনে সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ইউপি চেয়ারম্যান মমিন আলী ও শাহনাজ পারভীন, প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি গৃহ নির্মাণ বাবদ খরচ হয়েছে দুই লাখ ৫৯ হাজার টাকা। এ সব গৃহে বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি ও নিরাপদ পানিসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …