নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তিরাইল নুরদহ সুতারপার এলাকায় পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম থানা পুলিশ এই কর্মসূচীর আয়োজন করে। দুর্যোগ ব্যাস্থাপনা ও ত্রান মন্ত্রালয় দুই লক্ষ টাকা ব্যায়ে এই পুলিশ বক্স নির্মাণ করে। প্রধাণ অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ফিতা কেটে উদ্বোধন করেন।
মহাসড়কের তিরাই নুরদহ সুতারপার মোড়ে বড়াইগ্রাম থানা পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, চৌকুস পুলিশ অফিসার উপ-পরিদর্শক সামসুল আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম আশু, সম্পাদক বজলুল হক মোল্লা, প্রমূখ।
আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তবে আব্দুল কুদ্দুস বলেন, এই পুলিশ বক্স নির্মাণের ফলে মহাসড়কের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে। জনগণ নির্ভয়ে চলাচল করতে পারবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …