নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক সিএনজি চালক আহত হয়েছে। আহত ওই চালককে উদ্ধার করে গাড়িতে তুলতে গিয়ে জনরোষের মুখে পড়ে দ্রুত এলাকা ত্যাগ করে পুলিশ সদস্যরা।
এসময় বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনা শান্ত করে দুর্ঘটনার শিকার সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে লালপুরের গোধরা এলাকায় মহাসড়কে একটি সিএনজিকে তাড়া দেয় হাইওয়ে পুলিশ। এতে দ্রুত পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আহত হলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাড়িতে তুলতে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসীর জনরোষের মুখে পড়ে। এ সময় স্থানীয়রা পুলিশের উপর চড়াও হলে তারা দ্রুত এলাকা ত্যাগ করে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে।