নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শামসুল আলম রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন জামিন না মঞ্জুর করে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারী উপজেলার নগর কয়েনবাজারে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করে সভা করে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। এ সময় বড়াইগ্রাম থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সত্যব্রত সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে হাজির হয়ে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর অনুরোধ করেন। এক পর্যায়ে পুলিশের সাথে বাক-বিতন্ডা শুরু হলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এসআই সত্যব্রত সরকার বাদী হয়ে শামসুল ইসলাম রনি সহ বিএনপি’র স্থানীয় ৩৭ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করে।
রনির আইনজীবি আব্দুল কাদের মিয়া জানান, রনি সহ ৫জন নেতা-কর্মী মহামান্য হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট ৬ সপ্তাহের মধ্যে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে গত ২২ মার্চ রনি ব্যতিত ৪ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিন মঞ্জুর হয়। সর্বশেষ রনি রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা না’মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করে আদালত।
আরও দেখুন
নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …