সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে পুকুরের মাটি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

বড়াইগ্রামে পুকুরের মাটি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ


নাটোরের বড়াইগ্রামে পুরাতন পুকুর থেকে মাটি নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বারিকুশী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দ্বারিকুশি গ্রামের একটি শরিকানা পুকুর থেকে হোসেন আলীর ছেলে শুকুর আলী মাটি কেটে নিচ্ছিল। এ সময় চাচা জয়নাল আবেদিন তাকে মাটি কাটতে বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে কমপক্ষে ৫ জন আহত হয়।

আহতদের মধ্যে জয়নাল আবেদীন (৪৮) ও শুকুর আলী (২৫) কে বড়াইগ্রাম হাসপাতলে ভর্তি করা হয়েছ। এছাড়া জয়নাল আবেদীনের স্ত্রী শামেলা বেগম (৪২), মা রেতিমন বেওয়া (৬৮) ও ভাতিজা মোহাম্মদ আলী (২৮) কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।


এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …