নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোর জেলার বড়াইগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জোনাইল ইউনিয়নের এ ঘটনা ঘটে।
শিশুটির নাম জনি হোসেন (৩)। সে কুশমাইল গ্রামে এনাইদ হোসেনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, রবিবার বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে খোজাখুজির এ পর্যায়ে পুকুরের পাড়ে ব্যবহৃত জুতা পাওয়া যায়। পরে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জোনাইল শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশুটি বাবার আবেদনের পরিপেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …