নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আহম্মেদ (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পারকোল গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তার মাসহ অন্যরা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …