শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নিষেধাজ্ঞা জমিতে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ

বড়াইগ্রামে নিষেধাজ্ঞা জমিতে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ

নিজস্ব প্রতেবদক, বড়াইগ্রাম:
নটোরের বড়াইগ্রামের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে আশ্রয়ণ প্রকল্পের সাতটি গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ বিনা নোটিশ ছারাই প্রায় লক্ষার্ধীক টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ রেশমা খাতুন জানান, উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর মৌজার ৬৯০ হালদাগের ০.২২ একর জমি সুলতান সরকারের স্ত্রী রেশমা খাতুন প্রায় ৫০ বছর যাবৎ ওয়ারিশ সুত্রে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করাসহ পানের বরজ ও ফলদ গাছপালা রোপণ করেছেন। সিএস ও এসএ রেকর্ড তার পিতার গুলমামুদ মন্ডলের নামে থাকলেও আরএস রেকর্ডে তা ভুলক্রমে …..খতিয়ানের অন্তর্ভূক্ত করা হয়।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে হঠাৎ করেই সরকারী লোকজন এসে পান বরজ, ফলবান, শতাধীক সুপারি ও নারিকেল গাছ কেটে পেলে। ঠিকাদার ইউসুফ আলী পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমারা তখন জানতে পারি এই জমিটি খাস খতিয়ানে অন্তভুক্ত আছে। গত তিন জানুয়ারী নাটোরের আদালতে রেকর্ড সংশোধনী মামলা করে গৃহ নির্মাণ কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে লিখিত আবেদন করি। আদালত আগামী ১৩ ফেব্রæয়ারী শুনানীর দিন নির্ধারণ করে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু আদালতে মামলাধীন বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জমিতে সব রকমের স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নিয়ম থাকলেও ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছেন না। তারা ঘর নির্মাণ করেই যাচ্ছেন।

রেশমা খাতুনের ভাই মজাহার আলী বলেন, আমরা মুর্খ মানুষ। জমিজমা সম্পর্কে বুঝিনা। বাপ দাদার আমল থেকে বাড়ি করে আসছি। এখন শুনছি খাস।

সহকারী কমিশনার ভুমি বলেন, মুজিব বর্ষের ঘর উঠবে। এতে কোন বাধা নেই। নিষেধাজ্ঞার বিষয়ে আইনী ভাবে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, আমি আদালত থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন কাগজপত্র পাইনি। এমন কিছু পেলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …