বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে নির্মাণাধীন শহীদ মিনার ভাংচুরের অভিযোগ

বড়াইগ্রামে নির্মাণাধীন শহীদ মিনার ভাংচুরের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন একটি শহীদ মিনার রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হবিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হচ্ছিল। কিন্তু সোমবার রাতে কে বা কারা স্তম্ভ বাদে শহীদ মিনারের প্লাটফর্মের দেয়াল ভাংচুর করে। বিদ্যালয় বন্ধ থাকায় মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারাও বিষয়টি দেখেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, বিষয়টি আমি শুনেছি। খুবই ন্যাক্কারজনক একটি কাজ হয়েছে এটা। আমি আপাতত প্রধান শিক্ষককে এ ঘটনায় থানায় একটি জিডি বা লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই এনামুল হক জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …