নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে করোনা টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) নিবন্ধন ও টিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
রবিবার সকালে উপজেলা চত্বরে নিবন্ধন বুথে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিবন্ধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে সিনিয়র স্টাফ নার্স এন্ড্রিকা রোজারিও ও এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে টিকা প্রদানের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডলি রানী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ।
প্রথম পর্যায়ে উপজেলার ৩ হাজার ৯শত ৩৫ জন নিবন্ধনের ভিত্তিতে এই কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …