শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে করিম সরকার (৬২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম করিম সরকার (৬০)। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে। এক সপ্তাহ আগে আত্মহত্যা করলেও বাড়িতে কেউ না থাকায় মরদেহটি ঝুলন্ত অবস্থাতেই ছিলো বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, স্ত্রী ছেলেমেয়েরা সবাই অন্যত্র বসবাস করায় করিম সরকার বাড়িতে একাই থাকতেন। ছেলে মেয়েরা পিতার তেমন কোন খোঁজ খবর রাখতো না। মঙ্গলবার এক মেয়ে জামাই তার খোঁজ নিতে এলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার জানান, কিছুদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …