নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ উদ্যোগে কর্মহীন ও হত- দরিদ্রদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছেন। রবিবার (১২ই এপ্রিল)সকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিকের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।
জনবহুল বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সাবলম্বীদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …