নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘা গ্রামে দোকানের ভেতর ডেকে নিয়ে ১০ বছর বয়সের নাতনীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত নানা (চাচাতো নানা) আকতারুজ্জামান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কয়েন গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আকতারুজ্জামান জামাইদিঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বুধবার শিশু মেয়েটি পটেটো কিনতে গেলে আকতারুজ্জামান তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আকতারুজ্জামান পালিয়ে যায়। পরে শিশুটির পিতা দায়ের করা মামলায় তাকে আটক করে শনিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …