নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভ‚মি) মোহাইমেনা শারমিনের সঞ্চালনায় সভায় তিনি ছাড়াও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু ও আব্দুল আলিম, বিআরডিবির চেয়ারম্যান ওয়াজেদ আলী সোনার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার বক্তব্য রাখেন।
সভায় গণ পাঠাগার স্থাপন ও মিনি স্টেডিয়াম নির্মাণ, নদী ও খাল খনন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …