বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী আটক

বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর শিক্ষার্থী (১৩) ধর্ষণ ও তার ভিডিও ধারনের অভিযোগে (১৫) দশম শ্রেনীর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলা সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শিক্ষার্থী নাটোর সদর উপজেলা এলাকার ও বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

ঐ ছাত্রীর অভিযোগ সুত্রে জানা যায়, অনেক দিন যাবত তাকে উতক্ত্য করত শিক্ষার্থী। কয়েকদিন আগে তার মায়ের সাথে দেখা করার জন্য জানায়। যেতে না চাইলে আত্বহত্যা করার কথা বলে। তার বাড়িতে না নিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। শুক্রবার সেই ভিডিও দেখিয়ে পুনরায় তাকে নিয়ে যেতে চাইলে তার সহপাঠিরা তাকে আটক করে রাখে। শনিবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মিমাংসার জন্য মিটিং চলা অবস্থার পুলিশ গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, পুলিশ হেল্পলাইন ৯৯৯ নাম্বারের সংবাদে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়েছে শনিবার বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

বিঃ দ্রঃ গ্রেপ্তার শিক্ষার্থী কিশোর হওয়ায় নাম পরিচয় প্রকাশ করা হয় নাই।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …