নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটােরের বড়াইগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধুকে ধর্ষণচেষ্টায় নামমাত্র বিচার করে জরিমানার টাকা ভাগাভাগি করে নেয়ার ঘটনায় পাঁচ গ্রাম প্রধানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার কাের্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানাে হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ভ্যানচালক উপজেলার কুমরুল পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে বােরহান উদ্দীন (৩৫), গ্রাম প্রধান একই গ্রামের মৃত কিয়াম মোল্লার ছেলে কাজল হােসেন (৪৫), মৃত প্রভাষ চদ্র কবিরাজর ছেলে বিপ্লব কুমার বাবলু (৪০), নিয়াম মােল্লার ছেলে ফিরােজ আহমেদ টিপু (৪৮), মৃত আব্দুল জবারের ছেলে মুনাফ (৪০) ও শ্রী লালু বাবুর ছেলে নীহার রঞ্জন (৪০)।
জানা যায়, গত ১১ আগষ্ট দুপুর বােরহান কুমরুল গ্রামের এক ব্যাক্তির বাড়িতে বাজার থেকে কেনা চাল পৌছে দিতে যায়। এ সময় বোরহান ঘরের ভেতর ঘুমিয় থাকা গৃহবধুকে (৩২) একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঐ গৃহবধু ঘুম থেকে জেগে চিৎকার শুরু করলে সে পালিয় যায়।
বিষয়টি জানালে গ্রাম প্রধানরা থানায় যেতে নিষেধ করে গত ২০ আগষ্টে মিমাংসা বৈঠকে বােরহানকে সাতটি জুতার বাড়ি দিয়েই বিচার শেষ করেন। একই স্বঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা করলেও ঐ গৃহবধুকে না দিয়ে পুরা টাকাই প্রধানরা ভাগাভাগি করে নেন।
বিষয়টি জানাযানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঐ গৃহবধুকে থানায় ডেকে এনে এ ব্যাপারে মামলা নেন। পরে রাতে আসামীদের সবাইকে আটক করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিষয়টি জেনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার কাের্টের মাধ্যমে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …