সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে দুই বেকারী মালিকের এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে দুই বেকারী মালিকের এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে ভেজাল খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই বেকারী কারখানার মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

র‌্যাব ৫ এর নাটোর ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম এনামুল করিম, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাবের একটি টিম বনপাড়া বাজারের দুটি বেকারীতে অভিযান চালায়। পরে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স আল আমিন বেকারীর মালিক আবু তাহেরকে ৩০ হাজার ও মৌ বেকারীর মালিক আব্দুল গাফ্ফারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …