নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক জাহিদ হোসেন (৩৭) নিহত হয়েছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ হোসেন নাটোরের লালপুরের ভ‚ইয়া পাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহি এসি বাস এবং রাজশাহী থেকে ঢাকাগামী সীমান্ত এক্সপ্রেস পরিবহন ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উভয় গাড়ীর অন্তত ১৬ জন আহত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে। বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হোসেন মারা যায়। পরে জাহিদ হোসেনের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …