রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

বড়াইগ্রামে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
“বাংলাদেশের এক অনন্য অর্জন; স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা মাঠে এসে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …