শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ আহত চার

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ আহত চার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া ব্রিজ এলাকায় ওভারটেক করতে গিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় ট্রাকের চালকসহ মোট চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ঘটনাস্থলের উভয় পাশে বনপাড়া জাহেদা হাসপাতাল থেকে ধানাইদহ কয়েন বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দাঁইড়পাড়া ব্রিজ এলাকায় নাটোরগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পাবনাগামী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাক দুটি মহাসড়ক জুড়ে অবস্থান নেয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেয়ায় আধাঘন্টার মধ্যে যানজট দুর হয়ে যায়। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …