বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

বড়াইগ্রামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) বোরহান উদ্দিন মিঠু, ইউপি চেয়ারম্যান মমিন আলী, আবু বকর সিদ্দিক, আবুল কালাম আজাদ ও আলী আকবর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা, ওসি আবু সিদ্দিক ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের বক্তব্য রাখেন। পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী সেরা স্টলগুলোকে পুরষ্কৃত করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …