নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের রয়না ভরটে স্বেচ্ছাসেবী সংগঠণ তারুণ্য নির্ভর বাংলাদেশে’র পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষক বাঁচাই, শ্রমিক বাঁচাই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’ শ্লোগানে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠণের সভাপতি মেহেদী হাসান নোমান, সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, দপ্তর সম্পাদক আতিক হাসান, সদস্য সাদ্দাম হোসেন, নুর জামাল, মেহেদী হাসান, শাহাদৎ হোসেন, মেহেদী মণি, নওশাদ আলম, সোহেল রানা, ফাহিম, ইউনুস, আব্দুল্লাহ ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিক ভাবে ৬০ টি পরিবারে ৫ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি লবণ ও আধা কেজি করে চিনি, ডাল ও ছোলা দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সংগঠণের নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকার করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। এ কারণেই আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একই লক্ষ্যে আমরা বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় পানির ড্রাম ও জীবাণুনাশক দেয়া, ভ্রাম্যমান দোকানের মাধ্যমে কৃষকের পণ্য ন্যায্য দামে কেনা ও স্বল্প লাভে সেসব পণ্য বাড়ি বাড়ি বিক্রি করাসহ নানামুখী কার্যক্রম করছি। এসব পণ্য বিক্রির যে লভ্যাংশ আসবে তার সঙ্গে নিজেরা টাকা দিয়ে আবারও খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাল্লাহ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …