নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহ ব্যাপী মসক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসক নিধন অভিযানের উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তবে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, মসক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদের উচিৎ প্রতিটি স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বাসা বাড়িতে ফুল গাছের টবে এবং বাড়ির কোনায় পানি জমতে না দেয়া হয়। দীর্ঘদিন যাবৎ জমে থাকা পানি থেকে উৎপন্ন হচ্ছে কোটি কোটি মশা। অপরিচ্ছন্নতার কারনে দিন দিন মশার উৎপাত বেরেই চলেছে সাথে বারছে মশাবাহিত রোগ। আর এই মশা নিধনের জন্যই আমাদের সপ্তাহ ব্যাপী ৭ইউনিয়ন ৩ পৌর সভার বিভিন্ন যায়গায় এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় সকলকে নিজ নিজ স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহব্বান জানান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …