শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেদওয়ানুল বারী রাহাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজশাহী পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে উপজেলার গোপালপুরের রাজাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় মিছবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে ১৫ পারা পবিত্র কোরআনে হাফেজ।

রাহতের পিতা রবিউল জানান, গত দুই সপ্তাহ ধরে তার ছেলে জ¦র, বমি ও মাথা ব্যাথায় ভুগছিলো। স্থানীয় চিকিৎসক তাকে ঔষধ দিলেও কোন কাজ হয়নি বরং অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে পপুলারে আইসিইউ-তে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …