রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়াারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …