নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। আহত ব্যক্তিকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত দুইটার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও মাইক্রোবাস চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান।
বনপাড়া হাইওয়ে থানার এস আই ফিরোজ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখি বালু বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যায়। এ সময় আহত হয় মাইক্রোবাসের আরেক যাত্রী। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ দুইটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে আনে এবং আহত ব্যাক্তিকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মাইক্রোবাসটি রাজশাহীর পাসপোর্ট অফিসের উদ্দেশ্য যাচ্ছিলো বলে জানা গেছে।
আরও দেখুন
শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক……..নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় শহরের …