নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিদুল ইসলাম (২৮) নামে এক ডিশ লাইন কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নারায়ণপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম উপজেলার গড়মাটি গ্রামের কফিল উদ্দিন ভোলার ছেলে। তিনি ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের কর্মী হিসাবে কর্মরত ছিলেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়ারুল ইসলাম জানান, সোমবার বিকালে মহিদুল কাজ শেষে মোটর সাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় পাবনা থেকে নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এত তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
আরও দেখুন
হিলিতে চাল আমদানি স্বাভাবিক ও নতুন চাল বাজারেএলেও কমছে না দাম।
নিজস্ব প্রতিবেদক হি,লি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে।এই ভরা মৌসুমে …