নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল পেয়েছে ১৬ হাজার ৯৬৯ টি পরিবার। তালিকাভুক্তদের নামে টিসিবি কার্ড তৈরী করে শুধুমাত্র কার্ডধারীরাই টিসিবির পণ্য কিনতে পেরেছেন।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, নির্বিঘ্নে টিসিবি পণ্য বিতরণের উদ্দেশ্যে উপজেলায় স্থাণীয় দুইজন ডিলারের সাথে নাটোর সদর থেকে একজন, বাগাতিপাড়া থেকে একজন ও সিংড়া থেকে দুইজন মোট ছয়জন ডিলার বড়াইগ্রামের দু’টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করেন।
উপজেলার ১৬ হাজার ৯৬৯ জন কার্ডধারীর মধ্যে পূর্বের ৭১৬৯ জনের সাথে নতুন বড়াইগ্রাম পৌরসভায় ১৩৫৭, বনপাড়া পৌরসভায় ১৬৪৫, জোয়াড়ী ইউনিয়নে ১১৫০, বড়াইগ্রাম ইউনিয়নে ১১২৬, জোনাইল ইউনিয়নে ৯৭০, নগর ইউনিয়নে ১১৯০, গোপালপুর ইউনিয়নে ৭৪০, চান্দাই ইউনিয়নে ৬২২ জন কার্ডধারী রয়েছেন। কার্ডধারীরা প্রথম বারে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুরডাল ও ১১০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন কিনতে পেরেছেন।
রোববার সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন করা হয়। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টিসিবি ডিলার আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদাক মিজানুর রহমান, আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, আরজুমা আখতার আমিন, কেএম জামিল হোসেন প্রমুখ।
আরও দেখুন
বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …