শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে টাকা নিয়ে দ্বন্দে আহত ৪

বড়াইগ্রামে টাকা নিয়ে দ্বন্দে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৪৫শত টাকা নিয়ে দ্বন্দে সহদর ভাইসহ চারজন আহত হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার বাজিতপুর গ্রামে রেজাউল করিম রান্টুর বসত বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রেজাউল করিম রান্টু বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে।

আহত ব্যাক্তিরা হলেন, উপজেলার বাজিতপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ছেলে রেজাউল করিম রান্টু (৩০), সোহেল রানা (২৫), ফুলবতি গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), আততাব আলী ছেলে শুভ (২৫)।

অভিযোগ সুত্রে জানাযায়, রেজাউল করিম রান্টু ও আব্দুল্লাহ আল মামুনসহ চারজন মিলে উপজেলার জালশুকা গ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে মাসুদ মোল্লার (৪৫) নিকট চাকুরির জন্য টাকা দেয়। মাসুদ মোল্লা চাকুরি দিতে না পেরে টাকা ফেরত দিতে অস্বীকার করে। আব্দুল্লাহ আল মামুন সেই টাকা দেওয়ার জন্যে দায়িত্ব নেয়। পরে সেও ব্যার্থ হয়।

শুক্রবার সন্ধায় রেজাউল করিম রান্টুর বাড়ীতে এসে আব্দুল্লাহ আল মামুন খরচ বাবদ চার হাজার পাচশত টাকা দাবী করে। রেজাউল করিম রান্টু তার ভাগের ১৫ শত টাকা দিতে চাইলে ৪৫ শত টাকা দাবী করে অশ্লিল ভাষায় গালিগালাজ করিতে থাকে আব্দুল্লাহ আল মামুন । পরে আরো কয়েকজন এসে আব্দুল্লাহ আল মামুন রান্টুকে দেশীয় অস্ত্রো দিয়ে মারপিট শুরু করে। তার ভাই উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করা হয়। আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি টাকা পাব। আমাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে মারপিট করছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত্র করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …