বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জেলা পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন

বড়াইগ্রামে জেলা পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোর জেলায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন সময়কালীন অন্য জেলা থেকে নাটোরে যাতায়াত নিয়ন্ত্রণ করতে ও ট্রাক সহ অন্যান্য যানবাহনে লুকিয়ে যাত্রীবহন বন্ধ করতে নাটোর-পাবনা মহাসড়কে জেলার প্রবেশ মুখ বড়াইগ্রামের রাজাপুরে যানবাহন পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করেছে জেলা পুলিশ।

রবিবার দুপুরে জেলার ৪র্থ এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলার প্রবেশ মুখে পুলিশ চেক পোস্টের পাশে স্থাপনকৃত এই ওয়াচ টাওয়ারে পুলিশ সদস্যরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ট্রাক বা অন্যান্য যানবাহন নিবীড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। ফলে বাইরের জেলা থেকে নাটোরে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, জেলা লকডাউনের পর ঢাকা-নাটোর, রাজশাহী-নাটোর, বগুড়া-নাটোর ও পাবনা-নাটোর এই চার মহাসড়কে নাটোর জেলার প্রবেশ মুখে চেক পোস্ট ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …